শার্ট ড্রেস। কামিজ আর শার্টের মিশেলে বানানো ক্যাজুয়াল পোশাক। ঢিলেঢালা, স্বাচ্ছন্দ্যে পরা যায় আর নতুন বলে তরুণীদের কাছে দারুণ জনপ্রিয় এই ফিউশন পোশাক। বাজার ঘুরে বিস্তারিত লিখেছেন পিন্টু রঞ্জন অর্ক
মেয়েদের কামিজ কিংবা শার্ট আগেও ছিল। এখনো আছে।
তবে নতুন করে ফ্যাশনে যোগ হয়েছে ‘শার্ট ড্রেস’। শার্ট ও কামিজের
মিশেলে তৈরি এই পোশাক। ওপরের অংশটা ঠিক শার্টের মতো। কলার, প্লেট, বাটন
কিংবা চেইন—সবই আছে। আর কোমরের নিচের অংশ দেখলে মনে হবে কামিজ। সাধারণ
শার্টের ঝুল কোমর পর্যন্ত হয়ে থাকে। কিন্তু শার্ট ড্রেসের ঝুল অনেকটা
কামিজের মতোই। একেবারে হাঁটুর কাছাকাছি। ‘আধুনিক। ঢিলেঢালা।
স্বাচ্ছন্দ্যে পরা যায়। তাই তরুণীদের কাছে দারুণ জনপ্রিয় এই
পোশাক’—বলছিলেন আইকনিক ফ্যাশন গ্যারেজের উদ্যোক্তা ও ডিজাইনার তাসলিমা মলি।
তিনি আরো বলেন, ‘তরুণীদের ঝোঁক এখন ফিউশন ধাঁচের ফ্যাশনের দিকে।
নিত্যনতুন প্যাটার্নের প্রতি ডিজাইনারদের আগ্রহ থেকেই শার্ট ড্রেসের সূচনা।
এটাকে পাশ্চাত্যের সঙ্গে দেশি ঘরানার যুগলবন্দি বলতে পারেন। এটি অত্যন্ত
স্টাইলিশ ক্যাজুয়াল পোশাক। পরতে হয় পরিবেশ বুঝে। ’
গেল মাসে বসুন্ধরা সিটি থেকে শার্ট ড্রেস কিনেছিলেন ইস্টওয়েস্ট
ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী সামিনা রহমান। তিনি জানালেন, ‘পরলে কেমন
দেখাবে—এ নিয়ে প্রথমে একটু কনফিউশনে ছিলাম। এখন ভালোই লাগছে। ঢিলেঢালা
হওয়ায় এটি পরতে খুব আরাম লাগে। জিন্স, পালাজ্জো কিংবা সিগারেট প্যান্টের
সঙ্গে পরা যায়। ’
নকশায় বৈচিত্র্য
কটন, লিনেন, শাটিন, জর্জেট কিংবা ডেনিম—হরেক রকম কাপড়েও তৈরি হচ্ছে শার্ট ড্রেস। শার্ট ড্রেসের অন্যতম বৈশিষ্ট্য হলো কলার। ফোল্ডিং ও স্ট্যান্ডিং—এই দুই ধরনের কলারই পাবেন। গোল গলা, ভি আকৃতির কলারও বেশ চলছে। কোনো কোনো শার্টের কালো রঙের কলারের ওপর সাদা রঙের লেইস জুড়ে দেওয়া হয়েছে। বাটন লাইনের দুই পাশে একই রঙের চিকন লেইসের ব্যবহার থাকছে। কাঁধেও বৈচিত্র্য থাকছে। কিছু শার্টে দেখা গেল, কোল শোল্ডার ব্যবহার করা হয়েছে। অর্থাত্ কাঁধের একটা দিক খোলা। এসব শার্টে আলাদা করে এক রঙা স্লিভলেস ইনার জুড়ে দেওয়া।
ছোট-বড় চেক, স্ট্রাইপ, ফুলেল ও জ্যামিতিক মোটিফের পোশাক বেশি। শার্ট ড্রেস একরঙা বা বিভিন্ন রঙের প্রিন্টেরও হতে পারে। সামনের দিকের নকশায় বৈচিত্র্য চোখে পড়ার মতো। কলার থেকে শুরু করে পুরো বডিজুড়েই ফুলেল মোটিফ—এমন পোশাক যেমন আছে, তেমনি জমিনে চেকের নকশা আর পকেট ও কলারে ফুলেল মোটিফ—এমন পোশাকও মিলছে। চিকন ও চওড়া—দুই স্ট্রাইপের পোশাক আছে। কোনো পোশাকের সামনের অংশে বুক থেকে নিচের দিকে কারচুপির নকশা ফুটিয়ে তোলা হয়েছে। ফ্যাশন হাউস লা রিভের ডিজাইনার মুন্নুজান নার্গিস বলেন, ‘সাধারণ শার্টের সঙ্গে শার্ট ড্রেসের তফাতটা মূলত দৈর্ঘ্যে। শার্ট ড্রেসের দৈর্ঘ্য কখনো নামছে হাঁটুর নিচ পর্যন্ত, কখনো তা আবার হাঁটু ছুঁয়েছে।
সাধারণ শার্টের সঙ্গে শার্ট ড্রেসের তফাতটা মূলত দৈর্ঘ্যে। শার্ট ড্রেসের দৈর্ঘ্য কখনো নামছে হাঁটুর নিচ পর্যন্ত, কখনো আবার হাঁটু ছুঁয়েছে শার্ট ড্রেস। কামিজ আর
বৃত্তাকার, সামনের চেয়ে পেছনের দৈর্ঘ্য বেশি—এমন পোশাকও থাকছে। সামনে
কুঁচির ব্যবহারটা নজর কাড়ে। ’ এলোমেলো অথবা কুঁচকানো কুঁচি, লম্বা
পোশাকগুলোতে আনছে স্মার্ট লুক। পকেটসহ ও পকেটবিহীন—দুটিই আছে। হাতায়ও
বৈচিত্র্য থাকছে। স্লিভলেস পোশাকে হাতার বর্ডারটা রঙিন কাপড়ের। ফুল হাতা,
থ্রি কোয়ার্টার হাতা, ম্যাগি হাতা, ঘটি হাতার পোশাকই বেশি। কিছু কিছু
হাতায় কুঁচির ব্যবহার করে বৈচিত্র্য আনা হয়েছে। এর মধ্যে থ্রি কোয়ার্টার
হাতাই বেশি চলছে বলে জানালেন, আইকনিক ফ্যাশন গ্যারেজের যমুনা ফিউচার পার্ক
শাখার ম্যানেজার মো. হাসিব।
সঙ্গে কী পরবেন
শার্ট ড্রেসের সঙ্গে বটমে জিন্স, লেগিংস কিংবা পালাজ্জো পরলে ভালো দেখাবে বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার শুভ্রা সাহা। তিনি বলেন, ‘হাঁটু অবধি দৈর্ঘ্যের পোশাকের সঙ্গে একরঙা লেগিংস ভালো দেখাবে। পোশাকের দৈর্ঘ্য কোমর পর্যন্ত হলে ডেনিম চলবে। আর এ দুটির মাঝামাঝি দৈর্ঘ্যের পোশাকের সঙ্গে পালাজ্জো বা একটু বেশি ঘেরওয়ালা সালোয়ার পরতে পারেন। শার্ট ড্রেস এমনিতেই যথেষ্ট ফ্যাশনেবল। তাই এর সঙ্গে বেশি জাঁকালো স্কার্ফ বা নেকলেস ব্যবহার না করা ভালো। মেকআপ হালকা হলেই ভালো। গয়নার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। হাইহিল বা ব্যালেরিনা ফ্ল্যাট নয়, শার্ট ড্রেসের সঙ্গে অ্যাঙ্কেল লেংথ বুট বা ফ্ল্যাট স্যান্ডেল বেশ ভালো মানায়। হাতে হাতঘড়ি কিংবা ব্রেসলেটও পরতে পারেন। ’
কোথায় পাবেন, কেমন দাম
আইকনিক ফ্যাশন গ্যারেজ, বিবিআনা, ক্যাটস আই, এক্সটাসি, লা রিভ, সেইলর, সিকাসো, দেশালসহ বিভিন্ন ফ্যাশন হাউসের শোরুমে পেয়ে যাবেন পছন্দসই শার্ট ড্রেস। দাম ৮৫০ থেকে ২৬৫০ টাকার মধ্যে। আরেকটু কম দামে শার্ট ড্রেস কিনতে চাইলে যেতে পারেন মিরপুর রোডের নুরজাহান মার্কেটে। ৪০০ থেকে ৭০০ টাকার মধ্যেই কিনতে পারবেন।
** শার্ট ড্রেসের সঙ্গে বটমে জিন্স, লেগিংস কিংবা পালাজ্জো পরলে ভালো দেখাবে ** শার্ট ড্রেসে ফোল্ডিং ও স্ট্যান্ডিং— এই দুই ধরনের কলারই পাবেন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন