728x90 AdSpace

  • সর্বশেষ

    অন্যতম আকর্ষণ ‘টিকাটুলির’


    মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হতে না হতেই ‘ঢাকা অ্যাটাক’ ছবির নামে পাশে সুপারহিটের তকমা লেগেছে। বর্তমানে ১২৭ টি হলে ছবিটি দাপিয়ে ব্যবসা করছে। ছবিটির অন্যতম আকর্ষণ ‘টিকাটুলির’ শিরোনামের জনপ্রিয় গানটি। নতুন করে রেকর্ডিং করে গানটি ব্যবহার করা হয়েছে এই ছবিতে। আইটেম গানের আদলে নির্মিত গানটির মনোমুগ্ধকর কোরিওগ্রাফি হলে দর্শকের মন কেড়ে নিয়েছে।

    গতকাল ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই আইটেম গানের পুরো ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। প্রকাশের একদিন পার না হতেই ভিডিওটি দেখা হয়েছে তিন লক্ষবার।  ছবি মুক্তির আগে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল। ছবিতে মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে সুর ও সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। 

    সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জনকে। ছবির গল্পের সঙ্গে মিল রেখে গানটি তৈরি হয়েছে। তাই গানের কিছু অংশে দেখা যাবে মাহি, আরিফিন শুভ ও এবিএম সুমনকেও। 

     মতিন চৌধুরী ও তার বন্ধু শাহীন কামাল মিলে গানটি তৈরি করেন ২০১০ এর দিকে। ‘জীবন হলো সিগারেটের ছাই’ নামের একটি অ্যালবামে ঠাঁই পেয়েছিল গানটি। তখন থেকেই তুমুল জনপ্রিয়তা প্রায় ‘টিকাটুলি’ গানটি। 

     ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ। 

     পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড-এর নিবেদনে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া।

    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    Item Reviewed: অন্যতম আকর্ষণ ‘টিকাটুলির’ Rating: 5 Reviewed By: MASUM MIA
    Scroll to Top