বলিউডের স্বপ্নের রাজকন্যা বা ‘ড্রিমগার্ল’ খ্যাত জনপ্রিয় নায়িকা হেমা
মালিনীর ৬৯ তম জন্মদিনে উন্মোচিত হয়েছে তার জীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিম
গার্ল।’ ১৬ অক্টোবর, সোমবার বিকেলে মুম্বাইয়ে রাম কমল মুখার্জীর লেখা এই বই
এর মোড়ক উন্মোচন করেন এই সময়ের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। হেমা
মালিনীর জীবন নিয়ে লেখা এই বইয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোন বলিউড
অভিনয়শিল্পীর জীবনীতে ভূমিকা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোড়ক
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমা মালিনীর দুই কন্যা এশা এবং অহনা
দেওল আর তাদের স্বামীরা। তবে হেমা মালিনীর স্বামী ধর্মেন্দ্র এই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন না। ২০১৮ সালে হেমা মালিনীর ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি হবে।
তাই ৫০ বছর পূর্তিকে সামনে রেখেই এই বই প্রকাশের আয়োজন করা হয়।
পদ্মশ্রী পদক পাওয়া হেমা মালিনীর জন্ম ১৯৪৮ সালে, তামিলনাড়ুতে। দক্ষিণী ছবির মাধ্যমে অভিনয় জগতে আসলেও পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছেন হিন্দি চলচ্চিত্রের মাধ্যমেই। বলিউডে যাত্রা শুরু ১৯৬৮ সালে ‘স্বপ্ন কা সওদাগর’ এর মাধ্যমে। বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘সীতা অর গীতা’ করে। ক্যারিয়ারের একমাত্র ফিল্ম-ফেয়ার পুরস্কার অর্জন করেন এই চলচ্চিত্রে যমজ বোনের চরিত্রে অভিনয় করে।
এরপর আর পেছনে তাকাতে হয় নি। সাফল্য ছুটে চলেছে তাঁর পিছু পিছু। ক্রমেই হয়ে উঠেছেন বলিউডের ‘ড্রিমগার্ল’। বলিউড অভিনেতা জিতেন্দ্রর সাথে বিয়ে ভাঙার পর বিয়ে করেন বলিউডের আরেক নায়ক ‘অ্যাংরি ইয়াংম্যান’ খ্যাত ধর্মেন্দ্রকে। এনডিটিভি
এরপর আর পেছনে তাকাতে হয় নি। সাফল্য ছুটে চলেছে তাঁর পিছু পিছু। ক্রমেই হয়ে উঠেছেন বলিউডের ‘ড্রিমগার্ল’। বলিউড অভিনেতা জিতেন্দ্রর সাথে বিয়ে ভাঙার পর বিয়ে করেন বলিউডের আরেক নায়ক ‘অ্যাংরি ইয়াংম্যান’ খ্যাত ধর্মেন্দ্রকে। এনডিটিভি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন