728x90 AdSpace

  • সর্বশেষ

    যেখানে খুশি পিৎজা বানান

    ম্যাশেবল থেকে নেওয়া

    ভোজনরসিক বাঙালির তালিকায় এখন বেশ ওপরের দিকেই রয়েছে পিৎজার অবস্থান। তাই অনেকেই বাসায় তৈরি করতে চান ইতালিয়ান এই খাবারটি। তবে বাসায় যে মাইক্রোওভেন ব্যবহার করে পিৎজা তৈরি করা হচ্ছে, সেই মাইক্রোওভেনটাই তো পিৎজা বানানোর জন্য তৈরি করা হয়নি। ফলে বিশেষভাবে নির্মিত চুল্লিতে তৈরি পিৎজার যে স্বাদ তা অনুপস্থিতই থেকে যাচ্ছে মাইক্রোওভেনের পিৎজায়। পিৎজাপ্রেমীদের আসল স্বাদ উপহার দিতে বেকারস্টোন বাজারে নিয়ে এসেছে ছোট আকারের আধুনিক চুল্লি, যার মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে রেস্তোরাঁর পিৎজার স্বাদ।

    প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের খবরে প্রকাশ, শুধু ঘরেই নয়। চাইলে বাইরেও নিয়ে যাওয়া যাবে বেকারস্টোন পিৎজা ওভেন বক্সটি। পিৎজা তৈরির জন্য যে কোনো ধরনের চুলার ওপর বসিয়ে দিতে হবে ওভেনটি। যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পর কাঁচা পিৎজা এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ব্যস দুই থেকে চার মিনিটের মধ্যে গরম গরম পিৎজা পরিবেশন করা যাবে। মাইক্রোওভেন বা চুলায় বানানো পিৎজার বিভিন্ন অংশ পুড়ে যাওয়া বা কাঁচা রয়ে যাওয়ার ঝামেলা নেই বেকারস্টোনের এই পিৎজা ওভেনে।
    শুধুমাত্র পিৎজাই নয় সবজি, মাছ, মাংস সেঁকে নেওয়া যাবে এই ওভেনটিতে। গোটা ওভেনটির দৈর্ঘ্য ২২.৮ ইঞ্চি, প্রস্থ ৬.৩ ইঞ্চি এবং গভীরতা প্রায় ১৬.৩ ইঞ্চি। এ ছাড়া ভেতরের যে অংশে পিৎজা সেঁকা হবে সেটির দৈর্ঘ্য ১৪.৯ ইঞ্চি, প্রস্থ ১৩.৮ ইঞ্চি এবং গভীরতা প্রায় ৩ ইঞ্চি।

    আকার অনুযায়ী বিভিন্ন দামে পাওয়া যাবে এই ওভেনটি। বড়টির দাম ধরা হয়েছে ১২৯ ডলার। মাঝারি আকারের ওভেনটি পাওয়া যাবে ৯৯ ডলারে। আর ছোটটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯.৮৮ ডলার।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    Item Reviewed: যেখানে খুশি পিৎজা বানান Rating: 5 Reviewed By: MASUM MIA
    Scroll to Top