বাহারি স্টাইলের বাইকের ভিড়ে এবার বাজারে আসছে তিন চাকাবিশিষ্ট মোটরবাইক। এর নামকরণ করা হয়েছে 'নিইকেন'।
জাপানভিত্তিক পরিবহন প্রস্তুতকারক কোম্পানি ইয়ামাহা মোটরসাইকেলটি প্রস্তুত করেছে। যা খুব শিগগিরই বাজারে আসছে। 'নিইকেন' শব্দের অর্থ হচ্ছে 'জাপানিদের তলোয়ার'।
সম্প্রতি ৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’তে ৮৫০ সিসির বাইকটি প্রদর্শন করে ইয়ামাহা। এ বাইকে লিনিং মাল্টি হুইলার (এলএমডব্লিও) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
প্রাথমিকভাবে বাইকটির দাম জানা যায়নি। তবে ইয়ামাহা জানিয়েছে, 'নিইকেন' বাইকের আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং উচ্চতা ১২৫০ এমএম। এতে আছে ফোর স্ট্রোক ট্রান্সমিশন বক্স।
বাইকটি সম্পর্কে কারিগরি সব তথ্য আগামী ৬ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করবে ইয়ামাহা।
সূত্র: মানিকন্ট্রোল.কম
তিন চাকার বাইকের ভিডিও দেখতে নিচে ক্লিক করুন...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন